বেসরকারি বিশ্ববিদ্যালয়ে রাজনীতির বিষয়ে সিদ্ধান্ত  শিক্ষার্থী ও প্রতিষ্ঠান নেবে

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে রাজনীতির বিষয়ে সিদ্ধান্ত  শিক্ষার্থী ও প্রতিষ্ঠান নেবে

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি থাকবে কি থাকবে না সে বিষয়ে সিদ্ধান্ত শিক্ষার্থী ও প্রতিষ্ঠান নেবে বলে জানিয়েছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি।


৬ সেপ্টেম্বর বেসরকারি বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান বরাবর দেয়া এক চিঠিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়েছে, সম্প্রতি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি ও রাজনৈতিক ছাত্র সংগঠনের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে ব্যাপক উদ্বেগ-উৎকণ্ঠার বিষয়টি আমরা জেনেছি। তবে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো সেশনজটমুক্ত অলাভজনক ও অরাজনৈতিক উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান।

এতে বলা হয়, গত ৫ সেপ্টেম্বর বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির গণমাধ্যমে দেয়া বক্তব্যকে শিক্ষকরা স্বাগত জানান। সেখানে শিক্ষামন্ত্রী বলেছেন, ‘কোনো শিক্ষাপ্রতিষ্ঠান কী নিয়ম কানুন করলো, কোন রাজনৈতিক দলের কী ব্যবস্থা হলো সেটা শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক দরের বিষয়। এটা শিক্ষা মন্ত্রণালয় ঠিক করে না। এ ব্যাপারে মন্ত্রণালয় হস্তক্ষেপও করে না। কোনো প্রতিষ্ঠানে রাজনীতি থাকবে কি থাকবে না তা শিক্ষার্থীদের সঙ্গে মিলে প্রতিষ্ঠান সিদ্ধান্ত নেবে।

বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি এ ব্যাপারে প্রতিষ্ঠান ও শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেবে বলে চিঠিতে উল্লেখ করেছে।